সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

এনবিআর কর্মকর্তার বিলাসী জীবন, থাকেন ১২ কোটি টাকার ফ্ল্যাটে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:২৫ পিএম

আয়করের এক যুগ্ম কমিশনারের বিলাসী জীবনের গল্প এখন ‘টক অব দ্য এনবিআর’। মাসে ৮০ হাজার টাকা বেতন পাওয়া এই কর্মকর্তা থাকেন দেশের সবচেয়ে বিলাসবহুল এলাকা বারিধারার কূটনৈতিক জোনে প্রায় ১২ কোটি টাকার ফ্ল্যাটে। 

শাহ মোহাম্মদ মারুফ নামের এই কর্মকর্তা নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদ গড়েছেন ঢাকাসহ বিভিন্ন স্থানে। ব্যাংকেও রেখেছেন কোটি টাকা। এখন নিজের দপ্তরেই তদন্তের মুখে মারুফ। 

গুলশানে কূটনৈতিক এলাকা বারিধারার ১১ নম্বর সড়ক। দৃষ্টিনন্দন দশতলা এই ভবনটির নাম বিটিআই উইন্ড ফ্লাওয়ার। এর সাততলায় থাকেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের যুগ্ম কমিশনার শাহ মারুফ। প্রায় সোয়া আট কাঠা জমিতে নির্মিত এই ভবনের প্রতিটি তলায় ইউনিট মাত্র একটি। আয়তন ৩ হাজার দুইশ বর্গফুট। 

সংশ্লিষ্টদের হিসাবে, ভবনটির প্রতি বর্গফুট জায়গার দাম ৪০ হাজার টাকা। সে হিসাবে ফ্ল্যাটটির দাম হয় প্রায় ১২ কোটি টাকা। আড়াই বছর আগে এটি স্ত্রীর নামে কেনেন তিনি। যদিও এখনো নিবন্ধন হয়নি।  

প্রশ্ন উঠতে পারে, মারুফের স্ত্রী সাদিয়া আফরিন পারিবারিক সুত্রে ফ্ল্যাটটি পেয়েছেন কিনা। আয়কর নথি বলছে, সাদিয়া ইউনিয়ন ডেভলেপমেন্ট নামে একটি বেসরকারি আবাসন কোম্পানিতে চাকরি করেন। আমরা খোঁজ নেই সেই কোম্পানিতে। 

কর্মকর্তারা জানান, সাদিয়া বছরখানেক আগে চাকরি ছেড়েছেন। কর্মরত ছিলেন বিক্রয় বিভাগে। সবশেষ পদ সহকারী ম্যানেজার। আর আয়কর নথিতে সাদিয়ার সম্পদ এক কোটি ৭৮ লাখ টাকা। অর্থাত তার আয় ও ফ্ল্যাটের তথ্য সঙ্গতিপূর্ণ নয়।   

শাহ মারুফ এখন কর্মরত সিরাজগঞ্জ কর সার্কেলে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অপারগতা জানান তিনি। 

শাহ মারুফের আয়কর নথিতে মোট সম্পদের পরিমাণ চার কোটি টাকার বেশি। চাকরি ছাড়া আর কোনো আয় নেই। অথচ ২৮তম বিসিএসের মাধ্যমে চাকরি শুরু করে ৫ম গ্রেডে আসা একজন কর্মকর্তা সরকার থেকে বেতন ভাতা পেয়েছেন ৮০ লাখ টাকা প্রায়। 

পূর্বাচলের রুপগঞ্জ অংশের গোলাপ মৌজায় মারুফ ও তার দুই ভাইয়ের নামে ১৫ কাঠা জমি পেয়েছে এনবিআর কর গোয়েন্দা। কর্মকর্তারা জানান, উত্তরায় ১৫ নম্বর সেক্টরে তিন কাঠা জমি আছে মারুফের। 

আর নিকুঞ্জে বোনের নামে কিনেছেন তিন কাঠার প্লট। স্বামী স্ত্রী দুজনের নামে আছে দুটি গাড়ি। স্ত্রীর গাড়ির দাম ৮০ লাখ টাকা। গোপালগঞ্জের কাশিয়ানিতেও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে শাহ মারুফের বিরুদ্ধে। 

কর্মকর্তাদের অভিযোগ, গোপালগঞ্জের পরিচিতিতে দাপটের সঙ্গে চাকরি করেন শাহ মারুফ। পোস্টিং পান গুরুত্বপূর্ণ সার্কেলে। করদাতাদের কর ফাঁকি দিতে সহযোগিতা করে আয় করেছেন অঢেল অবৈধ সম্পদ। 

 

একাত্তর/এসি
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে থেমে যাচ্ছে গাড়ি। রাস্তা...
একটি ল্যাপটপ এবং একটি সফটওয়্যার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের কাজ। এতেই পরিবর্তন করা হচ্ছে মুঠোফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নাম্বার। দেওয়া হচ্ছে ১৫ ডিজিটের নতুন...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
রোজায় সেহরি ইফতারি এমনকি গৃহস্থালির কাজে মিলছে না পানি। গত ১০ দিন ধরে পানির জন্য হাহাকার রাজধানীর শেওড়াপাড়ায়। বাইরে বাড়তি দামেও মিলছে না পানি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করেছে ভারত।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
দেশ গঠনে বিএনপির ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত