রাজধানীর মিরপুরে দুই পক্ষের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) রাতে মিরপুর-১ নাম্বার চিলড্রেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রনি। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
পল্লবী জোনের এডিসি মো. জাকারিয়া জানান, মিরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে এমন ঘটনা।
তবে এলাকাবাসী বলছেন, মাদকের ব্যবসা কেন্দ্র করেই এমন সংঘর্ষ।
ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। এসময় এক জনকে আটক করে নিয়ে যায় তারা। ঘটনা তদন্ত করে দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।