সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

কথা রাখলো উত্তর সিটি, খুলে দেয়া হলো দুই সড়ক

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি এবং নতুন ১৮ ওয়ার্ড প্রকল্পের অন্তর্গত উত্তরা আজমপুর কাঁচা বাজার হতে চামুরখান পর্যন্ত সড়ক ঈদুল ফিতরের আগেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। মেট্রোরেল উদ্বোধনের জন্য মিরপুর থেকে দিয়াবাড়ি পর্যন্ত একমুখী রাস্তা করেছিল সেনাবাহিনী। 

রাস্তাটি উত্তরা থেকে মিরপুরে যাওয়ার সহজ উপায়। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না করায়, খানাখন্দ আর বড় বড় গর্তে সেই রাস্তাই হয়ে উঠে দুর্ভোগের অপর নাম। অবশেষে রাস্তাটির সংস্কার করেছে উত্তর সিটি কর্পোরেশন। আর কথা মতো ঈদের আগের এই সড়কটি খুলে দেয়া হয়েছে। এতো দ্রুত সময়ে মিরপুর থেকে উত্তরা যাওয়া যাবে। 

গেল বছর নভেম্বর মাসে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন থেকে মিরপুর-১২ নম্বর ডিওএইচএস মোড় পর্যন্ত বেহাল রাস্তাটি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয় একাত্তর টেলিভিশনে। প্রতিবেদনে রাস্তায় চলাচলের দুর্ভোগের কথা জানিয়েছিলেন এলাকাবাসী। চার মাস না যেতেই সেই রাস্তার মেরামতের কাজ শেষে উদ্বোধন করেছে উত্তর সিটি।

মেট্রোরেল উদ্বোধনের জন্য মিরপুর ডিওএইচএস থেকে দিয়াবাড়ি পর্যন্ত ওয়ানওয়ে রাস্তা করেছিল সেনাবাহিনী। এরপর দীর্ঘদিন ধরে মেরামত না করায় রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। তবে স্বল্প সময়ের মধ্যে যাতায়াত দুর্ভোগ কমাতে উত্তর সিটি কর্পোরেশন রাস্তাটি পুনঃনির্মাণ করে দেয়।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি যেসব জায়গায় জনদুর্ভোগ বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। সেই অনুযায়ী উত্তরা থেকে মিরপুর-১২ (মিরপুর ডিওএইচএস) যাওয়ার রাস্তাটি এক নম্বর অগ্রাধিকারে ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের উপহার হিসেবে আমরা কাজ শেষ করেছি। 

তিনি জানান, রাস্তাটি জলাধারের ওপর দিয়ে গিয়েছে। ভবিষ্যতে উঁচু ব্রিজ করে স্থায়ী রাস্তা নির্মাণ করা হবে। আপাতত ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমোদন নিয়ে সাময়িকভাবে রাস্তাটি তৈরি করা হয়েছে। ৮৭০ মিটার রাস্তার দুই পারে সবুজায়নের জন্য ৫৭০টি গাছ রোপণ করা হয়। 

প্রশাসক আরও বলেন, ডিএনসিসিতে নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত হয়েছে, যেখানে উন্নয়ন অবকাঠামো কম। তাই আমরা সেখানকার উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছি। আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান ব্রিজ পর্যন্ত প্রধান সড়কের কাজ শেষ হয়েছে, যা আজ উদ্বোধন হলো। ঈদের পরেই এয়ারপোর্ট থেকে কাউলা সংযোগ সড়কও শেষ হবে।

এআরএস
রাজধানীর মিরপুরে প্রকাশ্য মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দীর্ঘ ছুটি শেষে আবারো স্বরূপে ফিরছে রাজধানী। তবে ঈদ শেষে প্রথম কর্মদিবসে রাস্তায় ছিলো না সেই চিরচেনা যানজট।
ঈদের ছুটি শেষে আবারো স্বরূপে ফিরছে রাজধানী। তবে রোববার (১৫ জুন) প্রথম কর্মদিবসে রাস্তায় ছিলো না চিরচেনা সেই যানজট।
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মিলবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত