২০১৫ সালের পে-স্কেলকে সরকারি কর্মচারীদের জন্য বৈষম্যমূলক উল্লেখ করে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য করে মহার্ঘ ভাতা চালুর দাবি জানান সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
এসময় তারা বলেন, ২০১৫ সালের পে-স্কেল ছিলো বৈষম্যমূলক। যেখানে কর্মকর্তাদের সাথে কর্মচারীদের বড় বৈষম্য রয়েছে। গেলো সাত বছরে পে-স্কেল সংস্কারের দাবি করা হলেও তা করা হয়নি।
এসময় নতুন পে-স্কেল চালু কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। সেই সাথে সিলেকশন গ্রেড, টাইমস্কেল বহালের দাবি তোলেন।
দাবি আদায় না হলে পহেলা মে থেকে সকল কর্মচারীরা প্রেসক্লাবে গণজমায়েতের ঘোষণা দেন কর্মচারীরা।