টানা ১০ দিনের ছুটিতে নগরবাসীরা মেতেছেন ঈদ আনন্দে। ভিড় জমিয়েছেন জাতীয় চিড়িয়াখানা, জিয়া উদ্যান ও নভোথিয়েটারসহ বিভিন্ন পার্কে।
দীর্ঘ ছুটিতে চষে বেড়াচ্ছেন পরিবার-পরিজনদের নিয়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কোথাও কোথাও কিছুটা ভোগান্তি পোহাতে হলেও, মেনে নিচ্ছেন সবাই। বলছেন ঈদের আনন্দই মুখ্য।
নভোথিয়েটারে এক ঘণ্টার একটি শো দেখতে দীর্ঘ দেড় ঘণ্টা তপ্ত রোদে দাঁড়িয়ে আছেন শতশত দর্শনার্থী।
কিছুটা ভোগান্তি হলেও ঈদের দীর্ঘ ১০ দিনের ছুটি পরিবারের সঙ্গে কাটাতে পেরে আনন্দিত তারা।
পাশেই জিয়া উদ্যান। নগরবাসীর আরেক পছন্দের গন্তব্য। সামনের লেকে পা ভেজাচ্ছে শিশুরা। বড়রা মেতেছেন আড্ডায়। সবমিলিয়ে চিরচেনা সেই ঈদ আনন্দ।
উপচে পড়া ভিড় ছিলো জাতীয় চিড়িয়াখানাতেও। প্রাণ প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিশুদের সঙ্গে এনেছেন অভিভাবকরা। শিশুদের উল্লাসে জাতীয় চিড়িয়াখানার পরিবেশ ছিলো উৎসবমুখর।