ঈদের ছুটির পর ঢাকার পথে ফিরতি যাত্রায় দেশের দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রায় নেই অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। একইসাথে ঈদযাত্রায় নেই কোনো প্রকার ভোগান্তি বলছেন লঞ্চ যাত্রীরা।
বৃহস্পতিবার (১২ জুন) ভোর থেকেই দেশের দক্ষিণ প্রান্ত থেকে ঢাকামুখী বিভিন্ন লঞ্চ আসতে শুরু করে রাজধানীর সদরঘাটে।
ঈদের ছুটি প্রায় শেষেরদিকে তাই পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ।
ঈদযাত্রায় নেই কোনো প্রকার ভোগান্তি, বলছেন লঞ্চ যাত্রীরা। একইসাথে নেই কোনো বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ।
অন্যবারের তুলনায় এবারে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে জানান লঞ্চ যাত্রীরা।