আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চাকরি থেকে অব্যাহতি ও কেটে নেয়া বেতনের টাকা ফেরতসহ দুই দফা দাবিতে টানা কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা।
রোববার (১৫ জুন) তাদের কর্মসূচির ১৯তম দিন। গত ২৭ মে থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।
এদিন বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা জানান, শুধুমাত্র আওয়ামী সরকারের নেয়া প্রকল্প হওয়ায় এই প্রকল্প থেকে তাদের বাদ দেয়া হচ্ছে। তাদের দাবি নিয়োগদাতাদের বহাল রেখে অন্যায়ভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম ঢাকতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়ার চেষ্টা করা হচ্ছে।
তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেখানে নারী ক্ষমতায়নের কথা বলছে ঠিক তখনই তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে নতুন বৈষম্যে ফেলা হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দ্বিতীয় পর্যায়ের তথ্য আপা প্রকল্পে কর্মরত সকল জনবলকে রাজস্বখাতে স্থানান্তরসহ দুই দফা দাবিতে টানা ১৯ দিনের মত এই কর্মসূচি পালন করেছেন তারা।
তাদের দুই দফা দাবি হলো, পদ সৃষ্টি করে কর্মরত সব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং কেটে নেওয়া বেতন ও অন্যান্য ভাতা ফেরত দেয়া।