সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল অ্যাওয়ার্ড পেলেন একাত্তরের সুশান্ত সিনহা

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৩:১১ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।

সাংবাদিকতার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হয়েছে। 

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাংবাদিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করলেন।

বুধবার (১৮ জুন) সকালে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র কার্যালয়ে তার হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র বাংলাদেশের প্রতিনিধি ড. আহমেদ জামশীদ মোহামেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র ডেপুটি ড. রাজেশ নারওয়াল ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র বাংলাদেশের প্রতিনিধি ড. আহমেদ জামশীদ মোহামেদ বলেন, তামাক নিয়ন্ত্রণসহ জনস্বাস্থ্য রক্ষায় সাংবাদিক, গবেষক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করবে। সুশান্ত সিনহার প্রতিবেদনে যেমন সাহসিকতা ছিল, তেমনি তামাক নিয়ন্ত্রণে তাঁর এভিডেন্স-বেইজড সাংবাদিকতা বাংলাদেশের নীতিনির্ধারণে বড় প্রভাব রেখেছে। এই সম্মান তারই স্বীকৃতি।

এসময় জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান বলেন, অনেক সাংবাদিকই তামাক নিয়ে প্রতিবেদন করেন, তবে সুশান্ত সিনহা অনুসন্ধান ও গবেষণার সমন্বয়ে যে প্রতিবেদনগুলো করেছেন, তা তামাক নিয়ন্ত্রণে এক বিশেষ ভূমিকা রেখেছে। তাঁর অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের সম্মান।

পুরস্কার গ্রহণ করে সুশান্ত সিনহা বলেন, এই অর্জন আমার একার নয়—একাত্তর টেলিভিশনের, যারা তামাক কোম্পানির কর ফাঁকি, নীতিনির্ধারণে হস্তক্ষেপসহ নানা বিষয় নিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিবেদন প্রচারের সুযোগ দিয়েছেন। তাদের সহায়তা ছাড়া WHO’র এই রিজিওনাল অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব হতো না। বিশেষ করে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোর মুখোশ উন্মোচনে একাত্তর টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ২০২৩ ও ২০২৫ সালে তাকে বিশ্ব তামাক মুক্ত দিবসের পুরস্কার দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে কুষ্টিয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো কারখানায় শ্রমিক অধিকার লঙ্ঘন, ন্যায্য মজুরি দাবি নিয়ে করা ধারাবাহিক প্রতিবেদনের জন্য সেরা প্রতিবেদকের পুরস্কার দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

একাত্তর/এসি
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত