সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

'ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড'

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:০৬ পিএম

বাংলাদেশ রেলওয়ে আইন ১৮৯০ অনুযায়ী ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তি দশ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বলে জানিয়েছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ। 

'ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ করুন, নিরাপদ রেল ভ্রমন নিশ্চিত করুন' স্লোগানকে সামনে রেখে রেলওয়ের এক প্রচারাভিযানে একথা বলেন তিনি।  

বুধবার (৬ অক্টোবর) লালমনিরহাট থেকে বগুড়া পর্যন্ত ১৩২ কিলোমিটার রেলপথ জুড়ে এই সচেতনতামূলক প্রচারণা ও র‌্যালী করে লালমনিরহাট রেল বিভাগ। 

লালমনিরহাট রেল বিভাগের একটি দল বুধবার সকাল ৯টা থেকে যাত্রা শুরু হয়ে তিস্তা, কাউনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া হয়ে বগুড়ায় পৌঁছে সন্ধ্যা ৭টায়। এরপর বগুড়া রেল ষ্টেশনে ঘন্টাব্যাপী এই সচেতনতা কার্যক্রম ও র‌্যালী অনুষ্ঠিত হয়। 

র‍্যালী শেষে বক্তব্য রাখেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, রেলে পাথর নিক্ষেপ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা জনগণকে সম্পৃক্ত করে এই পাথর নিক্ষেপকারীদের প্রতিহত করার উদ্যোগ নিয়েছি। গণমাধ্যমের কাছে অনুরোধ, আমাদের এই প্রচারাভিযান সম্পর্কে সবাইকে জানানোর। 

আরও পড়ুন: জামিনে বের হয়ে ধর্ষিতার বাড়িতে আগুন দিলো ধর্ষক

image


সম্প্রতি লালমনিরহাট রেলওয়ে বিভাগের তিস্তা, কাউনিয়া, আদমদিঘী,গাবতলী ও বগুড়াসহ ১৫টি স্থানে দুস্কৃতিকারীরা ট্রেনে পাথর ছুঁড়লে বেশ কিছু যাত্রী আহত হয় উল্লেখ করে তিবি জানান, বগুড়ায় আসার পথে প্রায় ২৫টি ষ্টেশন ও রেলগেট এলাকায় জনগনকে সচেতন করার লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। 

তিনি বলেন, রেলওয়ে আইন ১৮৯০ এর ১২৭ বিধি মোতাবেক ট্রেনে পাথর নিক্ষেপের শাস্তি দশ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

বাংলাদেশ রেলওয়ে, জিআরপি পুলিশ, রেলওয়ে স্কাউট এবং সাধারণ জনগণকে একত্রিত করে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় ট্রফিক সুপারিটেনডেন্ট খালেদুন নেসা পপি, সহকারী ট্রাফিক সুপারিটেনডেন্ট আবু তাহের ও বগুড়া রেলওয়ে ষ্টেশন মাস্টার সাজেদুর রহমানসহ অন্যরা। 


একাত্তর/আরএইচ

এসব ট্রেনের যাত্রীরা সকালে এসে ট্রেন বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করেন। পাশাপাশি দুইজন স্টাফকে আটক করে মারধর করেন। 
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলসেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে চললো ট্রেন।  
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত