সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

পঞ্চাশ বছরে অবৈধ দখলে তিন হাজার একর বনভূমি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৪:৩২ পিএম

টাংগাইল জেলার মধুপুর উপজেলার সাথে লাগোয়া জামালপুর সদর উপজেলার বাঁশচড়া বিট। এই বিটের অধীনে বনভূমির পরিমাণ তিন হাজার দুইশ' ৬৪ দশমিক ৭৭ একর। গত পঞ্চাশ বছরে দখল হয়ে গেছে পুরো বনভূমি। শুধু মাত্র দখলের হাত থেকে রক্ষা পেয়েছে বন বিভাগের অফিসের এক একর জমি। 

বাঁশচড়া বিটের বাঁশচড়া, জামিরা, বৈঠামারী, ভাগড়া, আজুগীতলা ও ভালুকা মৌজার সব বনভূমির গাছ ও পাহাড় কেটে বসতবাড়ি, খামার ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন অন্তত দুই হাজার দখলদার।

এক সময় আদিবাসীরা বনভূমিতে বসবাস করলেও বাঙালিরা পাহাড় কেটে বসতি গড়ে তোলায় বন্ধ হয়েছে আদিবাসীদের জুম চাষ। দখল আর বনভূমির আকৃতি পরিবর্তন করায় বাড়ছে পরিবেশ বিপর্যয়।

স্থানীয় আদিবাসীরা বলছেন, ৪০ বছর আগেও পাহাড়ে শুধু আদিবাসীরা বাস করলেও এখন পাহাড় পুরোটায় বাঙালিদের দখলে। বনভূমির গাছ আর পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় আদিবাসীদের জীবিকার উৎস জুম চাষ বন্ধ হয়েছে অনেক আগেই। বনভূমির আদিবাসীরা এখন সংখ্যালঘু হয়ে উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

image


বনের গাছপালা কেটে ফেলায় জৈববৈচিত্র ধ্বংস হয়ে গেছে। বনের চার পাশে গড়ে উঠেছে শতাধিক অবৈধ করাত-কল। শুধু স্থানীয়রাই একা দখল উৎসব করেনি, নানা এলাকা থেকে এসে প্রভাবশালীরাও দখল করেছে বনভূমি। স্থাপন করেছে মুরগীর খামার, গরুর খামারসহ নান স্থাপনা। পাহাড় কেটে করেছেন তৈরি করেছে মাছের প্রজেক্ট।

গজারী, সেগুন, অর্জুনসহ লাখ লাখ বনজ ও ফলজ বৃক্ষ নিধন করেছে এসব দখলদাররা। সরকারি বনভূমির জমি অবৈধ ভাবে দখলে নিয়ে বিক্রি করছে প্লট আকারে। 

বন বিভাগের তথ্যানুযায়ী, জামালপুরের বাঁশচড়া বিটের মোট জমির পরিমাণ তিন হাজার দুইশ' ৬৪ দশমিক ৭৭ একর। এরমধ্যে বাঁশচড়া মৌজায় এক হাজার পাঁচশ' ২৩ দশমিক ৮৪ একর, জামিরা মৌজায় পাঁচশ' ৮৪ দশমিক আট একর, বৈঠামারী মৌজায় সাতশ' সাত দশমিক ৩৭ একর, ভাগড়া মৌজায় চারশ' ৩৫ দশমিক ৭০ একর, আজুগীতলা মৌজায় সাত দশমিক ২০ একর ও ভালুকা মৌজায় ছয় দশমিক ০৮ একর। বনভূমির দখলে থাকা এক একর ছাড়া অবশিষ্ট বনভূমি ভুয়া কাগজ তৈরি করে দখলে নিয়েছে প্রভাবশালীরা। 

image


পাহাড়ে বসবাসকারীরা জানান, স্থানীয় দখলদারদের কাছে জমি কিনে তারা বসতবাড়ি করেছেন।

বনভূমির জমি দখল ও বনের গাছ কেটে প্রথমে আকৃতি পরিবর্তন ও বসতি স্থাপন করে প্রভাবশালীরা। পরে সেসব জমি বিক্রি করে দেন তারা। 

স্থানীয়রা বলছেন, দিনে ও রাতের আধারে বনের মূল্যবান সব গাছ বিক্রি করছে প্রভাবশালীরা। 

আরো পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

image


ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জের ফরেস্টার সাব্বির জাহাঙ্গীর জানান, বাঁশচড়া বিটের সব বনভূমি দখল হয়ে গেছে। মামলা করেও কোনো কূলকিনারা করতে পারছে না বনবিভাগ। বনের গাছ কেটে ফেলা ও পাহাড় কেটে আকৃতি পরিবর্তন করায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন্ধ রয়েছে সামাজিক বনায়ন কর্মসূচি।

জবরদখলে যাওয়া বন বিভাগের ভূমি উদ্ধার, আদিবাসীদের অধিকার ও জীব বৈচিত্র্য রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা পাহাড়ে বসবাসকারী আদিবাসী এবং পরিবেশ কর্মীদের। 


একাত্তর/আরবিএস  

সিলেটে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বর-কনেসহ আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকার পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত