হঠাৎ করেই শিশু রোগীর চাপ বেড়ে গেছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে। জ্বর ও সর্দি-কাশি নিয়ে গড়ে প্রতিদিন ভর্তি থাকছে প্রায় একশ শিশু, যাদের অধিকাংশই টাইফয়েড জ্বরে আক্রান্ত। গত ১৫ দিনে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে প্রায় ১২০০ শিশুকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালের ২২ বেডের শিশু ওয়ার্ডে আগত রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পানি ও খাবারের সমস্যার কারণেই পানিবাহিত এ রোগের প্রাদুর্ভাবের দাবি শিশু বিশেষজ্ঞের।
খবর নিয়ে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে।
অভিভাবকরা বলছেন, প্রাথমিক চিকিৎসার পর সুস্থ না হওয়ায় শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে রোগীর চাপে জায়গা না পেয়ে অনেকের ঠাঁই মিলেছে করিডোরের মেঝেতে। সপ্তাহব্যাপী চিকিৎসার পর সুস্থও হচ্ছে অনেকে।
আরও পড়ুন: পাত্র দেখানোর কথা বলে কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ
তবে অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসা দিতে নানা সমস্যার কথা জানালেন হাসপাতালে কর্মরত নার্সরা।
জয়পুরহাটের আধুনিক জেলা হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ডা: ইউসুফ আলী জানান, বর্তমানে শিশুদের টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়া অস্বাভাবিক। তবে এ থেকে রক্ষা পেতে যথাযথ নির্দেশনা অনুসরণের পরামর্শ দেন তিনি।
এসময় শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে ব্যবস্থা নেয়ার কথা জানান জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের (আইআরএমও) মেডিক্যাল অফিসার শহীদ হোসেন।
অভিভাবকমহলের প্রত্যাশা, টাইফয়েডসহ শিশুদের রোগ প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা।
একাত্তর/টিএ