কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 'দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ' নামের একটি মাদ্রাসায় দুর্বৃত্তদের হামলায় অন্তত সাত রোহিঙ্গা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে আরো বেশ কয়েকজন।
শুক্রবার (২২ অক্টোবর) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এই হামলা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধ্যরাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ১১ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিন জন।
এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধারের কথা জানিয়েছে এপিবিএন। তবে কেন এই সংঘর্ষ, তা এখনও জানা যায়নি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর 'মদুতুল উম্মা' মাদ্রাসা ও আশপাশের এলাকায় ব্লকরেইড পরিচালনা করছেন ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২ এর পুলিশ সদস্যরা।