বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে তিন সন্ত্রাসীও নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর সূত্রে জানা গেছে, বুধবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টা মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড জোন থেকে জানানো হয়, সেনা সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এ হামলায় নিহত হয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক বিজ্ঞপ্তিতে জানান, বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম গণমাধ্যমে বলেন, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
একাত্তর/এআর