বগুড়ার গাবতলী উপজেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহের মেলা। দুইদিন ব্যাপী এ মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন জাতের বিশাল আকৃতির মাছ। তবে এবার মহাবিপন্ন এই বাগাইর মাছ কেনাবেচা নিষিদ্ধ হওয়ায় মেলায় এ মাছ উঠানো হয়নি। তবে কাঠের আসবাব, মিষ্টি, খেলনাসহ হরেক দোকান বসেছে মেলাটিতে। দেশের দূর দূরান্তের মানুষের পা পড়েছে মেলায়, এলাকার বাড়ি বাড়ি চলছে অতিথি আপ্যায়ন।
প্রায় ৫০ একর জমির ওপর এই মেলায় বগুড়াসহ আশপাশের জেলার প্রায় পাঁচ লাখ দর্শনার্থী, ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।
এদিকে প্রশাসনের তরফ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলা হলেও মেলা কর্তৃপক্ষ বলছে প্রশাসনকে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহ্যবাহী এ মেলা করছেন তারা।
মেলা ঘুরে দেখা গেছে, নারী, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ মেলায় এসেছেন। মেলায় আগত অধিকাংশ দর্শনার্থীকে বিভিন্ন প্রজাতির মাছ কিনতে দেখা গেছে।
মেলার শুরু কথা
প্রায় আড়াইশ’ বছর আগে বিভিন্ন স্থান থেকে আসা সন্ন্যাসীরা বগুড়ার গাবতলী উপজেলার গাড়ীদহ নদী ঘেঁষে আস্তানা গাড়েন। এর প্রায় ৫০ বছর পর স্থানীয়রা এখানে সন্ন্যাসী পূজার পাশাপাশি গোড়াপত্তন করেন ঐতিহ্যবাহী এই মেলার। সেই থেকে প্রতিবছর মেলাটি মাঘ মাসের শেষ বুধবারে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে এ মেলাটির সর্বজনীন মেলা হিসেবে বগুড়াসহ আশপাশে জেলায় বেশ পরিচিতি লাভ করেছে।
একাত্তর/এসি