নানা-নানি বেড়াতে এসেছেন মেয়ের বাড়ি। মা কাটাচ্ছিলেন ব্যস্ত সময়। দুই বছরের শিশু আরাফাত খেলা করছিল বাড়ির আঙিনার পুকুর পাড়ে। সেখান থেকে মা একবার ফিরিয়েও এনেছিলেন তাকে। কিন্তু তার আধা ঘণ্টা পর খবর আসে শিশু আরাফাত সেই পুকুরের পানিতে ভাসছে।
শনিবার (৫ মার্চ) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের নন্দীগ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশু আরাফাত (২) ওই গ্রামের প্রবাসী হাকিম বিশ্বাসের ছেলে।
শিশুটির স্বজন ও এলাকাবাসীরা জানান, সকালে শিশুটি বাড়ির আঙিনার পুকুরপাড়ে খেলা করছিল। একবার তার মা পুকুরপাড় থেকে নিয়ে গেছে। এরপর সকাল ১১টার দিকে শিশুটির নানা ও নানি বেড়াতে আসে। প্রায় আধ ঘণ্টা পরে মায়ের কাছে খবর আসে আরাফাত পুকুরে ভাসছে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা মিলা খাতুন বলেন, সকালে একবার পুকুরপাড়ে চলে গিয়েছিল আরাফাত। টের পেয়ে ফিরে এনেছিলাম।
আরও পড়ুন: রহনপুর রেলবন্দর নির্মাণের দাবিতে অনশন
শিশুটির চাচা বলেন, খেলা করতে গিয়ে কখন পানিতে পড়ে গেছে তা কেউ বুঝতে পারিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।
একাত্তর/এসি