উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কালাসিংহবাড়ী গ্রামে মাটিকাটা শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আলী হোসেন (৪৮) নামের এক শ্রমিক মারা গেছেন।
সোমবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন কালাসিংহবাড়ী গ্রামের শাহ আলী শেখের ছেলে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাগলা বাজার থেকে মোড়দহ পর্যন্ত রাস্তা তৈরির কাজে নিয়োজিত মাটিকাটা শ্রমিকরা কালাসিংহবাড়ী গ্রামে একটি খালের পাশে রাস্তা ড্রেসিং করার সময় খাল থেকে মাটি তুলতে গেলে স্থানীয়রা বাঁধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের মারপিটে আলী হোসেন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তাটি তৈরি করতে এলজিইডির শ্রমিকরা পার্শ্ববর্তী ব্যক্তি মালিকানাধীন জমি গর্ত করে মাটি কাটায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় লোকজন বাঁধা দিয়ে আসছিলেন।
ঘটনার সময় কালাসিংহবাড়ী গ্রামে রাস্তার পাশের খাল থেকে মাটি তুলতে গেলে গ্রামের লোকজন আবারো বাঁধা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে আলী হোসেন মারা যান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিস প্রধান উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, গ্রামবাসীর সঙ্গে তার রাস্তার শ্রমিকদের সংঘর্ষে নিহত শ্রমিক আলী হোসেনের ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন।
একাত্তর/আরএ