সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

জাতীয় পরিচয়পত্রে ভুল, বাবার থেকে ছেলে বড়

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৫:৫০ পিএম

কুড়িগ্রামে জাতীয় পরিচয়পত্রের ভুলে সন্তানের থেকে বাবার বয়স কম হবার ঘটনায় একজন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ রয়েছে প্রায় দুই বছর। 

পরিবারের সদস্যদের দাবী, জন্ম তারিখ সংশোধনের জন্য দুয়ারে দুয়ারে ঘুরেও সুরহা না পেয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান ৯৪ বয়সী মুক্তিযোদ্ধা আকবর আলী।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গমারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলার কুটি গ্রামের মৃত বাবন শেখের পুত্র মরহুম বীরমুক্তিযোদ্ধা আকবর আলী। 

প্রায় ৪৩বছর বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। সেই সময় তিনি বিবাহিত ছিলেন। তার পাঁচ ছেলে ও দুই মেয়ে সন্তানের মধ্যে যুদ্ধের আগে তিন সন্তান জন্ম গ্রহণ করেছিল।

তিনি ২০০৮ সালের ১ অক্টোবর থেকে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছিলেন। তবে ২০২০ সালে মুক্তিযোদ্ধাদের তথ্য অনলাইনে পূরণ করতে গিয়ে জন্ম তারিখে ত্রুটি থাকায় ভাতা বন্ধ হয়।

জন্ম সনদ অনুযায়ী তার জন্ম তারিখ ১১ আগস্ট, ১৯২৮ সাল। কিন্তু ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ দেখানো হয়েছে ১০ মে, ১৯৭১ সাল।

অথচ জাতীয় পরিচয়পত্রে বড় ছেলে আমির হোসেনের জন্ম তারিখ দেখানো হয়েছে ২ মার্চ, ১৯৬০ সাল। অর্থাৎ বাবার থেকে ছেলে বড়।

শুধু তাই নয়, বোনদের জন্ম সাল দেখানো হয়েছে ১৯৫০ ও ১৯৬০ সাল। জাতীয় পরিচয় পত্রের এমন ত্রুটির কারণে প্রায় দু’বছর থেকে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ রয়েছে এই মুক্তিযোদ্ধার।

স্বজনরা জানান, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা ও বেসামরিক গেজেটে নাম থাকলেও কোন সুবিধা পাচ্ছে না আকবরের পরিবার। 

গত ৪ ফ্রেব্রুয়ারি অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান এই মুক্তিযোদ্ধা। আকবরের স্ত্রী সুফিয়া বেওয়া বলেন, ভাতা বন্ধ হবার পর থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা হয়নি তার।

বড় ছেলে আমির হোসেন বলেন, জাতীয় পরিচয়পত্র করার সময় বাবার বয়স দিয়েছে ১৯৭১ সাল। এই জন্ম তারিখ ঠিক করতে যেখানেই গেছেন সেখানেই ঘুষ চাওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রয়োজনে হারিছের ডিএনএ টেস্ট

এলাকার মুক্তিযোদ্ধারা জানান, আকবর আলী নিয়মিতভাবেই ভাতা পেতেন। কিন্তু অনলাইনে পূরণ করতে গিয়ে তিনি জন্ম তারিখের ত্রুটির কারণে ভাতা পাওয়া থেকে বঞ্চিত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, মুক্তিযোদ্ধা আকবর আলীর জন্ম তারিখ সংশোধনের আবেদনটি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।


এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুরে ঘণ্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
কুড়িগ্রামে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরানোর আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মুখ দেখে নয়, আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন চাঁপাইনবাবগঞ্জের পর্দানশীন নারীরা। জানিয়েছেন তিনটি দাবিও। 
রংপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের অবস্থাও গুরুতর।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত