ভোলার লালমোহন উপজেলার ওয়েস্টার্ন পাড়া ৮নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত জোড়াখালে একজনের কঙ্কাল পাওয়া গেছে।
রোববার (২৭ মার্চ) বিকেলে সেলিম নামের এক শ্রমিক মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে এই খুলি ও কঙ্কাল খুঁজে পান।
এলাকাবাসীর ধারনা, প্রায় সাত মাস আগে ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাশেদের ছেলে নিখোঁজ হওয়া রায়হান নামের ১১ বছরের ছেলের কঙ্কাল এটি।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাশেদ ও তার শ্বশুর সেলিম দাবি করেন, এটা তাদের হারিয়ে যাওয়া ছেলের কঙ্কাল।
লালমোহন পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন জানান, সাত মাস আগে তার ওয়ার্ডের রাশেদের ছেলে রায়হান নিখোঁজ হয়।
এ ঘটনা জানানোর পর লালমোহনসহ সারা দেশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে না পেয়ে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সেইসাথে বিভিন্ন পত্রপত্রিকায় ছবিসহ বিজ্ঞাপন দেয়া হয়।
তবে এতদিনেও তাকে খুঁজে না পাওয়ায় ধারণা করা হচ্ছে খুঁজে পাওয়া কঙ্কালটি রাশেদের ছেলে রায়হানের।
স্থানীয় লোকজন লালমোহন থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাড়গোড়ের আলামত জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
সুরতহালের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
একাত্তর/এসজে