জাল টাকার নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ।
গ্রেপ্তার আসামি মো. শিবলু (৩৫), ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্ষিয়া গ্রামের বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, মঙ্গলবার (২৯ মার্চ) বাসন থানাধীন ভোগড়া পেয়ারা বাগান এলাকা থেকে ছয় লাখ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: মেয়েদের স্কুলে নেয়ার পথে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চক্রের সাথে মিলে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হওয়ায় যুবক জাল নোট বাজারে ছড়িয়ে আসছিলো। তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা রয়েছে, যোগ করেন উপ-কমিশনার।
একাত্তর/আরএ