সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

জামালপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০২:১৯ পিএম

জামালপুরে শিলাবৃষ্টিতে বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে পড়ে গেছে প্রায় ৮০ একর জমির বোরো, আর ধান আর শশা, বেগুন, করলা, চিচিংগাসহ সবজি। চাষীদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে এখনো কেউ দেখতেই আসেনি। 

জামালপুরের লক্ষীরচরে, আর কিছুদিন পরেই সবজি ঘরে তোলার কথা। কিন্তু এবারের শিলাবৃষ্টি আর কালবৈশাখী ঝড়ে তার সবই শেষ হয়ে গেছে। সোমবার ভোরে আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রায় ৪০ একর ক্ষেতের সবজি। 

শুধু তাই নয়, প্রবল বাতাসের সাথে শিলা বৃষ্টি হওয়ার কারণে কৃষকের কাচা, আধা-পাকা ধান, সবজি, লিচু ও আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরি-বোরো ধানসহ উঠতি ফসল, নষ্ট হয়েছে বিভিন্ন শাক-সবজির।

বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে ৪০ একর জমির বোরো ধান। চাষীরা বলছেন, ধারদেনা করে চাষ করছিলেন তারা। কিন্তু বৃষ্টিতে সব নষ্ট। তাদের অভিযোগ, এখনো কৃষি বিভাগ থেকে কেউ দেখতেই আসেনি।

ক্ষতির কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কয়েকদিন রোদ পেলে টিকে থাকা ফসল ঘরে তোলা যাবে। আকস্মিক এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগের সহযোগিতা ও সরকারি প্রণোদনার দাবি করেছেন চাষীরা।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ঝড়ের কবলে এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন।


একাত্তর/এআর


জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারী ও তিন পুরুষসহ সাতজনকে পুশইন করেছে বিএসএফ।
জামালপুরে ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এর ভেতরে ছিলো মাথার খুলি ও হাড়।
জামালপুরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশে করেছে উদীচী। দেশের বিভিন্ন স্থানে জাতীয় সংগীত গাইতে বাধা ও হামলার প্রতিবাদে এই কর্মসূচি ছিল সাংস্কৃতিক সংগঠনটি।
জামালপুরে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহটির মুখসহ শরীরের উপরের দিকের অংশ আগুনে ঝালসানো।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত