জামালপুরে শিলাবৃষ্টিতে বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে পড়ে গেছে প্রায় ৮০ একর জমির বোরো, আর ধান আর শশা, বেগুন, করলা, চিচিংগাসহ সবজি। চাষীদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে এখনো কেউ দেখতেই আসেনি।
জামালপুরের লক্ষীরচরে, আর কিছুদিন পরেই সবজি ঘরে তোলার কথা। কিন্তু এবারের শিলাবৃষ্টি আর কালবৈশাখী ঝড়ে তার সবই শেষ হয়ে গেছে। সোমবার ভোরে আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রায় ৪০ একর ক্ষেতের সবজি।
শুধু তাই নয়, প্রবল বাতাসের সাথে শিলা বৃষ্টি হওয়ার কারণে কৃষকের কাচা, আধা-পাকা ধান, সবজি, লিচু ও আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরি-বোরো ধানসহ উঠতি ফসল, নষ্ট হয়েছে বিভিন্ন শাক-সবজির।
বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে ৪০ একর জমির বোরো ধান। চাষীরা বলছেন, ধারদেনা করে চাষ করছিলেন তারা। কিন্তু বৃষ্টিতে সব নষ্ট। তাদের অভিযোগ, এখনো কৃষি বিভাগ থেকে কেউ দেখতেই আসেনি।
ক্ষতির কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কয়েকদিন রোদ পেলে টিকে থাকা ফসল ঘরে তোলা যাবে। আকস্মিক এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগের সহযোগিতা ও সরকারি প্রণোদনার দাবি করেছেন চাষীরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ঝড়ের কবলে এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন।
একাত্তর/এআর