নোয়াখালীর কবিরহাটে নির্মানাধীন সৌদিয়া বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবনের সিঁড়ি কক্ষের ছাদ ভেঙে পড়েছে ঢালাইয়ের ১৭ দিনের মাথায়। ঘটনার পরপরই তাড়াতাড়ি করে সরিয়ে ফেলা হয় ভেঙে পড়া ভবনের নির্মাণ সব সামগ্রী।
সোমবার (১৫ আগস্ট) সকালে ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সৌদিয়া বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান, কয়েক মাস আগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিদ্যালয় ভবনের দ্বিতীয়তলার নির্মাণকাজ শুরু হয়। হাবিব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কাজের ঠিকাদারি পায়। প্রতিষ্ঠানের পক্ষে মো. মুকুল নামের এক ব্যক্তি নির্মাণ কাজটির সাব-ঠিকাদারি নেন। ১৭ দিন আগে দ্বিতীয় তলার মূল ভবনের কাজ শেষ করে সিঁড়ি কক্ষের ছাদের ঢালাই দেওয়া হয়। নিম্মমানের সামগ্রী ও প্রয়োজনের তুলনায় রড কম দিয়ে কাজ করার সময় তারা প্রতিবাদও করেছিলেন। এরপর ১৭ দিনের মাথায় বিকট শব্দে সিঁড়ির কক্ষের ছাদ ভেঙে পড়ে। বিদ্যালয় বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
নোয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী দীপঙ্কর খীসা বলেন, তিনিও ঘটনার বিষয়ে শুনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
একাত্তর/ এনএ