সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

স্কুলের জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলো বাবা-ছেলে

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:০৪ পিএম

শেরপুরে ছেলেকে স্কুলে নেওয়ার পথে ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জেলার নকলা উপজেলার নকলা হাসপাতাল রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকলা পৌরসভার কলাপাড়া এলাকার হানিফ উদ্দিন (৪২) (বাবা) ও ছে‌লে ও পিয়াস (১২)। সে রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও বাই সাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছে‌লে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসেন। সকালে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই হানিফ মারা যান। এসময় দুমড়েমুচড়ে যায় বাইসাইকেলটি, গুরুতর আহত হয় পিয়াস। 

image


আরও পড়ুন: বিচার চাইতে গিয়ে থানায় মার খেলেন বাবা, ওসি প্রত্যাহার

প‌রে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ট্রাকটি থানায় ‌নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে আলাদা দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
রাঙ্গামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহত...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে থেমে থাকা ট্রাকে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রাকের হেলপার চান মিয়া নিহত হয়েছেন।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে এক বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। এমনকি বক্তব্য শেষ শেষ করতে না দিয়ে ওই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত