ঝিনাইদহে দুর্বৃত্তের আগুনে আওয়ামী লীগের একটি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই আগুনে পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এই আগুন লাগিয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর রাত তিনটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনীতে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন দাবি করে বলেন, বিএনপি এই আগুন সন্ত্রাসী চালিয়েছে। তারা নাশকতা করতে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দলীয় কার্যালয় ক্ষতিগ্রস্ত করেছে। এতে অফিসার আসবাব ও অন্য জিনিসপত্র পুড়ে গেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু জানান, বিএনপি শান্তিপ্রিয় দল। রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়েছেে তা আমাদের জানা নেই। আমাদের আজকের কর্মসূচি বানচাল করতে এই ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আরও পড়ুন: মজুরি বৃদ্ধি উৎপাদনে উসুল করতে চায় চা বাগান মালিকরা
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।
একাত্তর/এসি