রাজশাহীতে বায়োহার্বস আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ওষুধ প্রস্তুত করায় তাদের দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ অক্টোবর) দুপুরে মহানগরীর টুলটুলিপাড়ায় রাজশাহীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদ আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক মাসুদ আলী জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত আয়ুর্বেদিক ওষুধ কারখানাটিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি, পণ্য উৎপাদন ও বিপণনের কাজগপত্র ও পণ্যের মান নিয়ন্ত্রক না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
পরে কারখানায় থাকা বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করে তা জনসম্মুখে তা ধ্বংস করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এর আগে, একই প্রতিষ্ঠানের মালিকপক্ষ ও কর্মীরা রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হকের উপর হামলা চালায় ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেপ্তারও করে পুলিশ।
একাত্তর/জো