নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
সোমবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চক্রের মূলহোতা দুপুরের কচুয়া থানার মো. দেলোয়ার হোসেন (৬০) ও তার সহযোগী শরিয়তপুরের সখিপুর থানার মো. আলমগীর হোসেন (৩৬)।
এসময় তাদের কাছ থেকে ৮৬টি মোবাইল ফোন, ২০৫টি ব্যাটারি ও নগদ তিন হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাদীকে গালাগালের অভিযোগে এসআই প্রত্যাহার
র্যাব-৩ অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে অবৈধভাবে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।