গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বুধবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে প্রায় আট ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা- রাজশাহী রেল রুটে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তর বঙ্গের রেলরুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লি বসছে বুধবার
তিনি আরও জানান, বিভিন্ন স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ আটকা পরে কয়েকটি ট্রেন। পরে সকালে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধার করার পর সকাল সোয়া আটটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান এ কর্মকর্তা।
একাত্তর/আরবিএস