শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রাব্বী মিয়া (৭) ওই গ্রামের রবিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত দুইদিন আগে রাব্বী মিয়া তার দাদীর সাথে ওই এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির পাশে কাপাসিয়া এলাকার স্টিল ব্রিজ সংলগ্ন সড়কে জনৈক ময়নাল মিয়ার অটোরিকশা চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বী। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নালিতাবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে ভিক্ষুককে গলাকেটে হত্যা
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় শিশুটির মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/জো