বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি কেউ।
স্থানীয় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তাফালবাড়ি বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ী পলাশ মাহমুদের একটি চালের দোকান, একটি মেশিনারীজ পার্সের দোকান, একটি মৎস্য জালের দোকানসহ একটি অফিস কক্ষ পুড়ে গেছে। এসময় বিধান হালদারের একটি ফার্নিচারের দোকানও পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় ওই ব্যবসায়ীদের।
আরও পড়ুন: পাহাড়ে ডাকাতদের হাতে চার কৃষক অপহরণের অভিযোগ
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে এর আগে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানতে অনুসন্ধান চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
একাত্তর/জো