মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের সৌদি প্রবাসী শরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
শনিবার রাতে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গ্রেপ্তার এনামুল হক খোকনের (৪০) বাড়ি সদর উপজেলার রায়পুর গ্রামে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন: বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ বরসহ তিনজনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল বিকেলে মেহেরপুর সদর উপজেলার রায়পুর হাতিকাটা মাঠের মধ্যে নিজ জমিতে কাজ করা অবস্থায় শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
একাত্তর/এসজে