ঢাকা থেকে যমুনা সেতু প্রায় ১১০ কিলোমিটার। এই পথে এবার ঈদযাত্রায় প্রথম ধাক্কা খেতে হবে আমিনবাজারে। এখানে নির্মাণাধীন ওভারপাসের কারণে সড়ক হয়েছে সরু। আর বরাবরের মতো এবারও বড় সমস্যার কারণ হবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত পথটি। ঈদের বাড়তি গাড়ির চাপ ভোগান্তির কারণ হবে এই পথে।
ঢাকায় প্রবেশ পথের একটি আমিনবাজার। এই পথ দিয়েই আরিচা ও যমুনা সেতু পাড়ি দেয় সবচেয়ে বেশি যানবাহন।
আমিনবাজারের জোড়া ব্রিজের নির্মাণ ও সড়ক প্রশস্ত করার কাজ চলছে। চলছে উড়ালপথ নির্মাণের কাজও। এবারের ঈদযাত্রায় এটাই হতে পারে বিষফোড়া। কেননা পথের এই অংশে এতসব নির্মাণ কাজের কারণে পথ হয়ে পড়েছে সরু।
এইটুকু বাধা পার হলে সামনের পথে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। নবীনগর মোড় পাড় হওয়া যাবে অনায়াসেই। তবে বিপত্তির কারণ হতে পরে বাইপাইল মোড়। বরাবরের মতোই এই অংশে প্রয়োজন হবে বাড়তি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার।
এক সময়ের যানজট আর ভোগান্তির কেন্দ্র চন্দ্রায় এখন আর আগের বিশৃঙ্খল পরিস্থিতি নেই। এক্সপ্রেস ওয়ের আদলে করা চার লেনের এই সড়ক দিয়ে দ্রুতই পৌঁছানো যাবে এলেঙ্গা মোড়ে।
চার লেনের এই সড়ক এলেঙ্গা মোড় এসে দুই লেনে যুক্ত হয়েছে। যা প্রশস্ত করার কাজও চলে।
এই সমস্য নতুন নয়। দীর্ঘ দিনের এই সমস্যাটির সমাধান হবে; নতুন সড়ক নির্মাণ শেষ হলেই। তবে তার আগে এবারের ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কাটা থেকেই যাচ্ছে।