রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার মৃধাবাড়ি এলাকার ইউনিলিভার ডিস্ট্রিবিউশন অফিসের সামনে বিকেলে এক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রতন সর্দার (১৮) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, নিহতের মরদেহের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিলো। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্তের শেষে দেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়।