সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত বাংলাদেশির মৃত্যু, কু‌মিল্লায় দাফন

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে কামালের মরদেহ দাফন করা হয়।  

কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে ছেলের মরদেহ নিয়ে তিনি ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেসতলায় পারিবারিক কবরস্থানে কামাল হোসেনের মরদেহ দাফন করা হয়। 

মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। ছয় থেকে সাত বছর আগে জীবিকার তাগিদে কামাল আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর মাংকি ফক্সে আক্রান্ত হয় কামাল হোসেন আরব আমিরাতে মারা যান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর বলেন, ৩০ সেপ্টেম্বর আরব আমিরাত সারজায় একটি হসপিটালে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মো. কামাল হোসেন মারা যান। 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।

মাঙ্কি পক্স বা এম পক্স একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশে মাস্কি পক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। 

আরবিএস
কুমিল্লার চান্দিনায় এনজিও’র এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। অবরুদ্ধ করা হয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, কলেজের আবাসিক শিক্ষার্থীসহ কলেজ স্টাফদের। 
সারাদেশে একের পর এক ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভাঙা।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত