সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে কামালের মরদেহ দাফন করা হয়।
কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে ছেলের মরদেহ নিয়ে তিনি ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেন। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেসতলায় পারিবারিক কবরস্থানে কামাল হোসেনের মরদেহ দাফন করা হয়।
মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। ছয় থেকে সাত বছর আগে জীবিকার তাগিদে কামাল আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর মাংকি ফক্সে আক্রান্ত হয় কামাল হোসেন আরব আমিরাতে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর বলেন, ৩০ সেপ্টেম্বর আরব আমিরাত সারজায় একটি হসপিটালে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মো. কামাল হোসেন মারা যান।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।
মাঙ্কি পক্স বা এম পক্স একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশে মাস্কি পক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।