পাবনায় অভিনব কায়দায় নারীকে ব্যবহার করে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান সাংবাদিকের এই তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত রবিবার (৮ আগস্ট) পাবনার সুজানগর উপজেলার বদনপুর নামক স্থানে নির্জন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন আলাউদ্দিন নামের এক ব্যাক্তি। এসময় পথের মধ্যে এক নারী আলাউদ্দিনের কাছে তার গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য সাহায্য চায়। আলাউদ্দিন সরল বিশ্বাসে ওই নারীকে মোটর সাইকেলে তুলে কিছু দূর যাবার পর আগে থেকে ওৎ পেতে থাকা অপহরনকারী চক্রের সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে।
এসময় অপহরণকারীরা ওই নারীকে উত্যক্ত করা ও তার সাথে অবৈধ সম্পর্ক আছে বলে আলাউদ্দিনকে মারধর করে এবং অপহরণ করে নিয়ে যায়। পরে ৯৩ হাজার টাকা মুক্তিপন আদায়ের পর তাকে ছেড়ে দেয়।
আরও পড়ুন: খুলছে ভারতীয় ভিসাকেন্দ্র, ভ্রমণ বন্ধই থাকছে
এঘটনায় সোমবার ভুক্তভোগী আলাউদ্দিন সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ১০ ঘন্টার মধ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে মুক্তিপনের টাকাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন, সুজানগর উপজেলার দুলাই চৌধুরীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রবিন আহম্মেদ রানা (৩৪), বদনপুর উত্তরপাড়ার মাহাতাব মোল্লার ছেলে ফারুক হোসেন (৩৪) ও একই এলাকার আজমত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।
সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আরো জানান, এই চক্রের নারী সদস্যসহ অপর সহযোগীদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের মধ্যে রবিন আহম্মেদ রানার বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
একাত্তর/ আরএইচ