নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, পাঁচ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইব্রাহীমকে আসামি করে শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকায় সাত বছরের এক শিশুকে চকলেট কিনে দেবার কথা বলে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহীম তার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে। বিকেলে শিশুটি পরিবার নিয়ে যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিক তানসেন, পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ও পলিন নামে তিন ব্যক্তি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে শিশুটির বাবা মাকে ভয়ভীতি দেখান ও ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা দেবেন বলে জানান।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে অভিযুক্ত ইব্রাহীমের বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় কৌশলে রুবেল ও তানসেন অভিযুক্ত ইব্রাহীমকে পালাতে সহযোগিতা করেন।
এতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ইব্রাহীমসহ জড়িতদের বাড়ি ঘেরাও করে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
পরে সংবাদ পেয়ে রাত ১২টার দিকে উপজেলা প্রশাসক ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ধর্ষণের আলামত পাওয়া গেলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।