প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মব্যস্ত শহর ও কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে সব মিলে এবারের ঈদযাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন।
শুক্রবার সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষের উপস্থিতি বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে।
ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট নেই, কোনো ভোগান্তি। দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠে যেতে পারছেন।
যাত্রীরা জানান, বিগত বছরগুলোর চেয়ে এ বছরের ঈদযাত্রা ছিলো স্বস্তি। স্বস্তিদায়ক ঈদযাত্রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।
সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে সতেরটি ফেরি চলাচল করছে। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন।