সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

বিপুল পরিমাণ অস্ত্রসহ ‘করিম শরীফ বাহিনী’র দুই সহযোগী আটক

আপডেট : ০৬ মে ২০২৫, ০২:০৫ পিএম

বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।  

সোমবার (৫ মে) বিকেল ৫টায় কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা কমান্ডার সঞ্জীব কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টায় কোস্ট গার্ড সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর আস্তানায় অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল, ১১টি ওয়াকি টকি চার্জার ও ২টি কাঠের নৌকা জব্দ করা হয়। আর হাতেনাতে আটক করা হয় সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সদস্য মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লাকে (৪০)। আটক দস্যুদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন।

কোস্ট গার্ড কর্মকর্তা সঞ্জীব কুমার দে বলেন, কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে দস্যুমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারিরা এখন নির্বিঘ্নে এবল নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। 

এছাড়া কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। 

আরবিএস
বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 
গত ২২ মার্চ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় এবং ওই আগুন নিয়ন্ত্রণের একদিনের মাথায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ধানসাগর টহল ফাঁড়ির অধীন...
সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই খুলনার কয়রার বাসিন্দা।
সুন্দরবনে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দুটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে...
আবারও উত্তপ্ত লোহিত সাগর। ইয়েমেনের হোদেইদা উপকূলে সোমবার একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় দুই জন ক্রু সদস্য নিহত হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। পর্যবেক্ষক সংস্থাগুলোর...
ভয়াবহ দাবানল থেকে রক্ষা করতে স্পেনের উত্তর-পূর্ব তারাগোনা প্রদেশের ১৮ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্স। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় তিন হাজার...
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত