সুনামগঞ্জের ধর্মপাশা-নোয়াবন্দ সড়কের দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টি হলে জমছে পানি। খানাখন্দ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
এদিকে এক যুগ ধরে সমাধান চেয়েও প্রতিকার পাচ্ছে না জনপ্রতিনিধিরা। যদিও এলজিইডির কর্মকর্তারা বলছেন, সড়ক সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
দুই কিলোমিটার সড়কজুড়েই খানাখন্দ। উঠে গেছে পিচ ঢালাই। রিকশা, ইজিবাইজ, মোটর সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা হেঁটে যেতেও কষ্ট হয় সেখানকার মানুষের।
এক যুগ ধরে সুনামগঞ্জের ধর্মপাশা-নোয়াবন্দ সড়কের এমন অবস্থা। সংস্কার না হওয়ায় দুর্ভোগ নিত্য সঙ্গী হাজারো মানুষের।
আরও পড়ুন: পাবনায় অস্ত্রের মুখে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি
এলাকার লোকজন জানান, এলজিইডির অধীনে উকিলপাড়া চৌরাস্তা মোড় থেকে নোয়াবন পর্যন্ত সড়কে মেরামত হয়েছিলো ২০০৪ সালে। কিন্তু সেটি মাত্র চার-পাঁচ বছর স্থায়ী হয়। জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কার করার জন্য একাধিকবার দরখাস্ত করলেও এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি।
সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ।
নোয়াবন্দ, দুর্বাকান্দা, মুরাদপুরসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
একাত্তর/আরবিএস