পটুয়াখালীর বাউফলের ধূলিয়া এলাকার তেতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলারে ডাকাতের আক্রমণে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ট্রলারটি বর্তমানে ধূলিয়া লঞ্চঘাটে ভিড়ে আছে।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে তরমুজ নিয়ে চাঁদপুর নিয়ে যাচ্ছিলো ট্রলারটি। পাঁচ মালিকের ১০ হাজার পিস তরমুজ ছিলো এতে। মধ্যরাতে ডাকাতের ৭ সদস্যের সংঘবদ্ধ দল হামলা চালায় ট্রলারে। তখন ডাকাতদের সাথে হাতাহাতিতে আহত হন ট্রলারের থাকা ৮ জন।
এর মধ্যে গুরুতর আহত শহিদুল মাতবর, মেহেদী হাসান, সেলিম মাঝিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাকি আহতরা হলেন -ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল, হাবু পেশকার। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত সবার বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে।
আটক ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তিনিও আহত হয়েছেন।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ভোর রাতেই ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। ডাকাত দলের এক জন পুলিশের জিম্মায় চিকিৎসা নিচ্ছেন। আইনি ব্যবস্থা নেয়া হবে।