সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

পটুয়াখালীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম মুন্না (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর বাঁধঘাট এলাকায় ভুক্তভোগী শিশুটির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে শিশুর মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্না কয়েকদিন আগে তাদের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে শিশুটির মা বাজারে যাওয়ায় খালি বাসায় শিশুকে একা পেয়ে অভিযুক্ত মুন্না তাকে ধর্ষণ করে।

পরে তার মা ফিরে এলে ঘটনা জানতে পেরে শিশুকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ওন-স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতেই শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় জাহিদুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, মামলা হয়েছে। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
পটুয়াখালীতে ট্রলার বাঁধতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন এক জেলে। এর ২৮ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
সাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে এসে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
পটুয়াখালীতে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। বর্তমানের তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রক্রিয়ায় আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাইবান্ধায় মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ১১ লাখ টাকা,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত