সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

চাঁদপুর ও রূপগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে তিন মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৫, ০৪:৩৩ পিএম

চাঁদপুর ও নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় বিদ্যুতস্পৃষ্টে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চাঁদপুরে বসতঘরে বিদ্যুতায়িত হয়ে দুই জন এবং রূপগঞ্জে তার চুরি করতে গিয়ে (পুলিশের ভাষ্য) একজন মারা গেছেন।

শুক্রবার (২৩ মে) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত আলাদা দুটি ঘটনায় তিন জনের মৃত্যু হয়।

চাঁদপুর

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়ে মো. মন্টু ঢালী (৭০) ও  মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুই ব্যক্তি মারা গেছেন।

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। 

মন্টু ঢালী ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে।

মন্টু ঢালীর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, ধারণা করা হচ্ছে আর্থ ইন সমস্যা থেকে বসতঘর বিদ্যুতায়িত হয়েছিল। ওই সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে চলে যাচ্ছিলেন। তিনি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় ঘরের বেড়ার টিনের মধ্যে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন। পরে দুই জনকেই আহত অবস্থায় ঘটনাস্থল থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসক আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই দুই জন মারা গেছেন। 

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলম মরদেহ দুটির সুরতহাল তৈরি করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, এই ঘটনায় নিহত দুই পরিবারের কোনো অভিযোগ নেই। থানায় দুটি আলাদা অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে সৈকত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, বন্ধুরা বিষ খাইয়ে তাকে হত্যা করেছে।

শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল দুই নস্বর সেক্টর ডেসকো অফিসের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত সৈকত মিয়া পূর্বাচল উপ শহরের আট নম্বর সেক্টর সুলফিনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে। 

পূ্র্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ভোর সাড়ে তিনটার দিকে ওই এলাকায় ডেসকোর  বিদ্যুতের তার চুরি করতে যায় জাহিদ, হৃদয়, হাবিবুল্লা ও সৈকত। এসময় বিদ্যুতের খুঁটির ওপরে উঠে তার কাটার সময় বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হয় সৈকত। পরে পরিবারের কাউকে না জানিয়ে তার সহযোগীরা গুরুতর অবস্থায় তাকে আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে  নিহত সৈকতের পিতা মোস্তফা মিয়ার দাবি, তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুরা বিষ খাইয়ে হত্যা করেছে।

ইনচার্জ আরেও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

একাত্তর/এসি
দুই দফায় ১০ হাজার টাকা নিয়েও কনে দেখাতে না পেরে ক্ষুব্ধ হয়ে ঘটক হাবিব উল্লাহকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেন কামাল মীরা নামে এক হবু বর। হাবিবের মরদেহ উদ্ধার ও তার স্ত্রীর মামলা পর পুলিশের...
বান্দরবানে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ছুটে আসা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পরিবারের দুই জনসহ তিন ম্রো নারী নিহত হয়েছেন।
চাঁদপুরে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লি। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করা হয়েছে। 
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত