পটুয়াখালীতে ট্রলার বাঁধতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন এক জেলে। এর ২৮ ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর সোয়া একটার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর চরমোন্তাজ লঞ্চ ঘাটের ৫০০ গজ উত্তর দিক থেকে মরদেহটি উদ্ধার করে লঞ্চঘাটে আনা হয়।
ওই জেলের নাম আল-আমিন। তিনি জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা।
রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের নেতা মজিবুর রহমান বলেন, সোমবার দুপুর দুইটার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর মঙ্গলবার দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় নৌপুলিশের কাছে হস্তান্তর করে আমাদের কার্যাক্রম শেষ ঘোষণা করা হয়েছে।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান ৩৫ বছর বয়সী জেলে আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে আল-আমিনের।
ঘটনার পর সহকর্মী জেলে এবং নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড অভিযানে যোগ দেয়। দিনের আলো কমে আসায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পরে মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয় খোঁজ, উদ্ধার হয় নিখোঁজ জেলের মরদেহ।