বান্দরবানের থানচি বাজারে যত্রতত্র ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। এতে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে বাজারগামী হাজারো মানুষ ও পর্যটককে। ডাম্পিং গ্রাউন্ড থাকলেও নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। আর তহবিলের অভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনা থানচি ইউনিয়ন পরিষদ।
নয়নাভিরাম প্রকৃতির পাহাড়ি জেলা বান্দরবানের সাঙ্গু নদীর পাড়ে অনিন্দ সুন্দর উপজেলা থানচি। নাফাখুম, অমিয়াখুমের মতো বিখ্যাত সব ঝর্ণা আর ডিম পাহাড়-তমাতুঙ্গির টানে এখানে ভিড় করে প্রকৃতিপ্রেমী পর্যটকরা।
কিন্তু জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের এই উপজেলায় নেমেই হতাশ হতে হয়। একটি বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উপজেলা শহরের যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ। বৃষ্টি হলে চারিদিকে ছড়িয়ে পড়ে ময়লা-আবর্জনা।
এলাকাবাসী বলছেন, সবাই সচেতন হলে এ সমস্যা থেকে সমাধান মিলবে। অনেকেই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়ছেন।
ছোট্ট এই শহরে ময়লা ফেলার ডাম্পিং গ্রাউন্ড থাকলেও বর্জ্য অপসারণের কোন ব্যবস্থাপনা নেই। তাই যেখানে-সেখানে পড়ে থাকে ময়লা আবর্জনা। নিজেদের তহবিলের অভাবে সেই ব্যবস্থাপনা করতেও পারে না থানচি ইউনিয়ন পরিষদ।
থানচি সদর ইউনিয়ন পরিষদের সদস্য ডেভিড ত্রিপুরা বলেন, আমরা উপজেলা প্রশাসনকে এ বিষয়ে নজর দেয়ার জন্য অবগত করবো।
থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো বলছেন, জেলা প্রশাসক এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আমরা আশাবাদী।
ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় বাড়ে মশা-মাছির উপদ্রব। এতে বাড়ছে ম্যালেরিয়া-ডায়রিয়াসহ নানা রোগের শঙ্কা। এমন অবস্থা নিরসনে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।