বন্দরনগরী চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের এয়াকুব নগর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুর সোয়া একটার দিকে বস্তির একটি ঘর থেকে আগুন লেগে তা আশেপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে কাজ শুরু করে এলাকাবাসী।
এ সময় তারা দ্রুত বস্তির ঘরগুলো থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সরিয়ে নেন। খবর পেয়ে লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরাসহ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
বেলা আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে কেউ হতাহত হয়নি বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।