সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:২৫ পিএম

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া দেশদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

রোববার (১৮ মে) তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন এই আদেশ দেন।

পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।

২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আদালতে তার জামিন নাকচকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। 

ওই ঘটনায় ২৯ নভেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন আলিফের বাবা জামাল উদ্দিন। এছাড়া ভাঙচুর, বিস্ফোরণ, কাজে বাধাসহ বিভিন্ন ধারায় পুলিশ ও ভুক্তভোগীরা আরও চারটি মামলা দায়ের করেন।

গত ছয় মে চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই দিন চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো তাকে।

গত বছরের ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

একাত্তর/এসি
চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে চার রেলকর্মীকে।
চট্টগ্রামের কালুরঘাট রেল সেতুর উপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় এক শিশুসহ তিন জন নিহত এবং অন্তত পাঁচ জন আহত হয়েছে।
কমলালেবু আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে আনা এক কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে প্রায় ৩০ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশ চলছে। সমাবেশের আয়োজন করেছে বিএনপির তিন তরুণ সংগঠন -ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত