চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া দেশদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোববার (১৮ মে) তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন এই আদেশ দেন।
পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।
২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম আদালতে তার জামিন নাকচকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
ওই ঘটনায় ২৯ নভেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন আলিফের বাবা জামাল উদ্দিন। এছাড়া ভাঙচুর, বিস্ফোরণ, কাজে বাধাসহ বিভিন্ন ধারায় পুলিশ ও ভুক্তভোগীরা আরও চারটি মামলা দায়ের করেন।
গত ছয় মে চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই দিন চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো তাকে।
গত বছরের ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।