সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

হোটেলে টিস্যু চাওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে মারামারি

আপডেট : ১০ জুন ২০২৫, ০১:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র কের দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্ধকার হওয়ায় তারা টর্চসহ বিভিন্ন আলো জ্বালিয়ে এই সংঘর্ষে মাতে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুই ঘণ্টা বন্ধ ছিল আঞ্চলিক একটি সড়কে যান চলাচল।

সোমবার (৯ জুন) রাতে জেলার সরাইল উপজেলার পাঠানপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। এতে দুই ঘণ্টা সরাইল-লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানায়, পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্টাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু পেপার চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানান টিস্যু পেপার শেষ হয়ে গেছে। এ নিয়ে দুই জনের মধ্যে তর্ক হয়। 

তারা জানান, সমাধান করতে এলে মালিক মুজিবুর রহমানের সঙ্গে রাব্বির তর্ক ও হাতাহাতি হয়। এরই জেরে কুট্টাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে তারা টর্চ লাইটের আলোসহ বিভিন্ন আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়। এ সময় উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়ক রাত আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সরাইল থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। 

একাত্তর/এসি
পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদের দোতলা থেকে নিখোঁজ এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিনকে থানায় নিয়ে গেছে পুলিশ। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। 
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত