ঈদযাত্রায় পদ্মা সেতুর মাওয়া অংশের টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন যানবাহন দেশের দীর্ঘতম এই সেতু পার হতে পারছে অনেকটাই নির্বিঘ্নে।
সোমবার সকালে দেখা গেছে, টোল দেয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। আর সকাল থেকে বঙ্গবন্ধু মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) যানবাহনের চাপ ছিলো কম।
পদ্মা সেতু চালুর পর দেশের তিন বিভাগের ২১ জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ এখন এই সেতু ব্যবহার করেই।
তবে ঈদ সামনে রেখে সড়কে যতোটা ভিড় হবার কথা তা এখনো চোখে পড়ছে না।
যাত্রীদেরও গাড়ির জন্য রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়নি। এবারের ঈদযাত্রায় রাস্তায় ভোগান্তি না হওয়ায় খুশি যাত্রীরা।
এদিকে ঈদ এগিয়ে আসায় কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে, তবে এখনো স্বস্তিতেই ঈদযাত্রা করছেন তারা।