সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

ঈদের আগে খামারে আগুন, পুড়লো ১৩ গরুসহ বহু মুরগি

আপডেট : ১২ জুন ২০২৪, ১২:৪৮ পিএম

মাদারীপুরে মধ্যরাতে একটি গরুর খামারে আগুন লেগে ১৩টি গরু মারা গেছে। এক পর্যায়ে গরুর খামারে লাগা ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের মুরগির খামারেও। দাবি করা হচ্ছে, ওই খামারে অন্তত সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের  কালিখোলা বাজার এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুনের ঘটনা ঘটে। পরে ওই আগুন একই ব্যক্তির মুরগির খামারে গিয়েও লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খামারে ১৪টি গরু বাধা ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়। বাকিগুলো হয়নি। 

সকালে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

খামারের মালিক মিলন মুন্সি জানান, গত বছর গরুগুলো কিনেছিলাম। এবছর কোরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আজকে বিভিন্ন হাটে গরুগুলো বিক্রির কথা ছিল।

তিনি জানান, খামারে ১৩টি গরুসহ প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে। মিলনের দাবি, তার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

এদিকে ওই আগুনের কোনো কারণ নিশ্চিত না হওয়া গেলেও এলাকাবাসী ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নাশকতা কিনা তাও ক্ষতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

একাত্তর/এসি
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে পালিয়েছেন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ উঠেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মারা গেছেন। বুধবার (১১ জুন) ভোরে ঢাকার হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
মাদারীপুর কুম্ভমেলায় সাদা পোশাকে থাকা দুই পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষে খোয়া যাওয়ার শটগানের ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। ইতিমধ্যে...
আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত