সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

নিষেধ না মেনে ইলিশ শিকার, হাট বসিয়ে বিক্রি

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১২:৪৫ এএম

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে মাছটি ধরা নিষেধ করেছে সরকার। কিন্তু এই কথা যেন মাদারীপুরের জেলেদের কানে যায়নি। দেদারে চলছে ইলিশ শিকার। শুধু তাই নয়, নদীর পাড়ে বসেছে হাটও, যেখানে ভোর থেকে রাত অব্দি চলছে ব্যাপক বিক্রিবাট্টা। মৎস্য কর্মকর্তার দাবি, অভিযান চালিয়ে তাদের বসে আনতে পারছেন না। তবে স্থানীয়রা বলছেন অন্য কথা।

সরেজমিন, জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির শুরা হাট এলাকাটি যেন পরিণত হয়েছে ইলিশের জমজমাট হাটে। ভোর পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত ইলিশের কেনাবেচা চলে এখানে। কিছুক্ষণ পরপরই এক বা একাধিক ইলিশের নৌকা এসে ভিড়ছে ঘাটে। আর তা ঘিরে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দূর-দূরান্ত থেকে অগণিত নারী-পুরুষ আসছেন এই হাটে  ইলিশ কিনতে। 

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা অভিযানই এ অবৈধ কর্মকাণ্ডের প্রধান কারণ। তাদের মতে, মা ইলিশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা দ্রুতই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। 

একাত্তর/এসি
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে পালিয়েছেন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ উঠেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
চাঁদপুরে মেঘনা নদীতে জেলেদের জালে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। পরে পাইকারি আড়তে নিলামে মাছটি ১৩ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়েছে।
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মারা গেছেন। বুধবার (১১ জুন) ভোরে ঢাকার হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
শতাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সময়সীমা আর পেছানো হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, ১ আগস্ট...
বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত