সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

বাড়িতে ঢুকে নারীকে গুলি, ইউপি চেয়ারম্যানের বাড়ি পরিষদে হামলা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম শান্ত ইসলাম (২৪)। তিনি ওই এলাকার শাকিল খানের স্ত্রী। হামলা করা হয়েছে শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে। 

নিহতের স্বজনরা জানান, দুপুরে স্থানীয় সোহেল নামে একজন দলবলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এসময় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শান্তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, ওই নারীর পিঠে গুলি করা হয়েছে। 

শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিলো। বাধা দিতে গেলে নারীসহ কমপক্ষে ৫-৬ জনকে আহত করা হয়। একই সঙ্গে চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। সোহেলের নামে এর আগেও ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, এখনই সবকিছু বিস্তারিত বলা যাচ্ছেনা। এলাকায় টিম রয়েছে। আমরা কাজ করছি। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন...
গাঁজা বিক্রির অভিযোগে বদলি হওয়া নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি কামরুজামান বলেছেন, ....ডিবির ওসি যা কিছু করে সব এসপির নির্দেশে করে। গতকাল রাতেও তো ১০৭ কেজি গাঁজা আসামিসহ ধরছে। এসপির নলেজে...
পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মাদক প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশে ওসি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত