সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫০

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম

রূপগঞ্জে গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় সেনাকর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে।

গার্মেন্টসের শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে রবিনটেক্স গার্মেন্টসের ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৮ এপ্রিল শ্রমিকরা কারখানায় কাজের জন্য প্রবেশ করতে গিয়ে জানতে পারে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে।

টানা তৃতীয় দিনের মতো বুধবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতরে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। বেলা ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এতে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতি হয়।

এতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মবিন, সৈনিক সোহরাব, বাধন, মেহেদি, শিল্প এবং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউরসহ কমপক্ষে ৫০ শ্রমিক আহত হন।

এ ঘটনায় ৭ শ্রমিককে আটক করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের উভয়পাশে লম্বা যানজট তৈরি হয়েছে। বিকেল পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীয় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েক জন আহত হয়েছে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকারিয়া আহমেদ তাফাদার ওরফে রাজন নামে এক ভুয়া সহকারী পুলিশ সুপার পরিচয়ধারী প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। 
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। পরে ওই ছাত্রলীগ নেতাকে...
নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে একই বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুল চৌধুরী (৪০) ও মুরসালিন চৌধুরী (৩০) নামের দুই জন নিহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত