রূপগঞ্জে গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় সেনাকর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে।
গার্মেন্টসের শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে রবিনটেক্স গার্মেন্টসের ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৮ এপ্রিল শ্রমিকরা কারখানায় কাজের জন্য প্রবেশ করতে গিয়ে জানতে পারে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে।
টানা তৃতীয় দিনের মতো বুধবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতরে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। বেলা ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এতে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতি হয়।
এতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মবিন, সৈনিক সোহরাব, বাধন, মেহেদি, শিল্প এবং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউরসহ কমপক্ষে ৫০ শ্রমিক আহত হন।
এ ঘটনায় ৭ শ্রমিককে আটক করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের উভয়পাশে লম্বা যানজট তৈরি হয়েছে। বিকেল পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীয় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েক জন আহত হয়েছে।